৩জুলাই, ২০২৫ইং সারাদেশ থেকে মৌলিক বাংলার নেতাকর্মীরা নির্বাচন কমিশন ভবনের সামনে উপস্থিত হয়েছে। দলের রাজনৈতিক নিবন্ধন নিয়ে দলের নেতাকর্মীরা মনে করেন যে, নির্বাচন কমিশনার ও প্রধান নির্বাচন কমিশনার মৌলিক বাংলা’র নিবন্ধন কার্যক্রমকে মূল্যবোধ দিয়ে দেখছেন না।
মৌলিক বাংলা’ র কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য ফরিদ আহমেদ বলেন, “জনতার রাজনৈতিক দল মৌলিক বাংলা। বাংলাদেশের সার্বভৌমত্ব ও প্রাণ-প্রকৃতি নিয়ে কাজ করে আসছে। তাই দিল্লীর নিয়ন্ত্রণে হাসিনা সরকার মৌলিক বাংলাকে বারবার ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু আমরা কৌশল বদলে নতুন সরকার এনেছি কিন্তু বহিশক্তির নিয়ন্ত্রণ থেকে এখনও কলোনিয়ান সচিব বা এলিট শ্রেণীকে বাংলাদেশপন্থী করতে পারি নাই, এমনকি ইসিও তাই। সেক্ষেত্রে জনতাকে সাথে নিয়ে মৌলিক বাংলা সব সময় প্রস্তুত থাকবে বাংলাদেশ এবং জনতার পক্ষে।” কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য খান শোয়েব আমান বলেন, জনগণের ট্যাক্সের টাকায় চলা প্রতিষ্ঠান নির্বাচন ভবন জনগণের সম্পদ। সেখানে আমাদের নেতাকর্মীদের সাথে সিইসি’র সাক্ষাৎ করা নিয়মমাফিক দায়িত্ব কিন্তু সিইসি আজ আমাদের সাথে দেখা না করায় পরবর্তীতে আমরা সাংগঠনিক ভাবে কঠোর হয়ে নির্বাচন ভবনে আমরা আবার আসবো। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মণ্ডলীর সদস্য ছাদেক আহম্মেদ সজীব তার বক্ত্যবে উল্লেখ করেন, “নির্বাচন কমিশন ভবন এখনো আওয়ামী লীগ মুক্ত হয় নাই। নিবন্ধন প্রক্রিয়ায় তাদের যে উদাসীনতা, স্বজনপ্রীতি এবং স্বেচ্ছাচারিতা তা স্পষ্টই মৌলিক বাংলাকে ২০১৭’র ন্যায় এবারো নিবন্ধন প্রক্রিয়া থেকে ষড়যন্ত্র করে ডিপস্টেটের পরামর্শে বঞ্চিত করা হবে।”
আজকের কর্মসুচীতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মওলানা ফজলে রাব্বি, নোয়াখালী জেলা কমিটির সভাপতি মো: ইব্রাহীম হোসেন ও নেত্রবৃন্দ, কেন্দ্রীয় সদস্য জাহিদ হাসান, শাহিন আলম, হাবিবুর রহমান হিরা, সাভার উপজেলা প্রতিনিধি মফিজুল ইসলাম, এড. ইমরান হোসেন সহ আরো অনেকে।
➡️ দেশের রাজনীতি, খবর ও বিশ্লেষণের জন্য ভিজিট করুন: মৌলিক বাংলা
#মৌলিকবাংলা
#সচেতননাগরিক
#বাংলাদেশ
#উন্নয়ন
#রাজনীতি
#দেশপ্রেম
#নাগরিকদায়িত্ব

