আজ ১৬ জুলাই ২০২৫, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে একযোগে মৌলিক বাংলা-র উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। শহীদদের স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় আত্মত্যাগের ইতিহাস তুলে ধরেন।
জুলাই স্মৃতি স্তম্ভের চিত্রকর ছিলেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, আর এর পরিকল্পনাকারী কেন্দ্রীয় সভাপতি ফরিদ আহমেদ। যুক্তরাষ্ট্র কমিটির সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা মোহাম্মদ শাহেদুজ্জামানও এ কর্মসূচিতে যুক্ত ছিলেন।
স্মরণসভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাদেক আহম্মেদ সজীব। প্রধান অতিথি ছিলেন মৌলিক বাংলার সভাপতি খান শোয়েব আমান। তিনি বলেন,
“বাংলার মানুষ কোনোদিন পরাধীনতাকে মেনে নেয়নি। যারা বিদেশ থেকে এই মাটিতে এসেছেন, তারাও স্বাধীনতার চেতনাকে বেছে নিয়েছেন। আমরা বিশ্বাস করি—বছরের পর বছর পরাধীনভাবে বেঁচে থাকার চেয়ে একদিন স্বাধীনভাবে বাঁচাই শ্রেয়। জুলাই সেই স্বাধীনতার প্রতীক।”
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাদেক আহম্মেদ সজীব বলেন,
“মৌলিক বাংলা বাংলাদেশের মৌলিক ইস্যু নিয়ে সবসময় রাজপথে থেকেছে এবং আগামীতেও জনগণের স্বার্থে রাজপথে থাকবে। আমরা জনগণের অঙ্গীকার, জনগণের স্বার্থই আমাদের মূল শক্তি।”
কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ফজলে রাব্বি বলেন,
“জুলাই আমাদের আস্থার প্রতীক। ১৯৭১ সালে যেমন এদেশের মানুষ জীবন দিয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, তেমনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানেও ছাত্র, শ্রমিক ও জনতা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাকে উৎখাত করেছে। যারা এই সংগ্রামে শহীদ হয়েছেন, আজকের আয়োজন তাদেরই স্মরণে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য আল মুজাহিদ লিঠু, মীর সাইমন রাব্বি, আশিকুর রহমান, মো. ইমরান হোসেন, সিনিয়র সদস্য মো. শামীম আহমেদসহ ঢাকা মহানগরের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশের মাটি ও মানুষের সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মৌলিক বাংলা কাজ চালিয়ে যাচ্ছে।

